আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা

আমার দেশ অনলাইন

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানকার একজন শিক্ষার্থী জানিয়েছেন যে, তার চোখের সামনেই বিমানটি স্কুল ভবনে আঘাত করে।

মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়ায়ে ছিলাম। তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে। ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনে মারা গেছে।

স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েক জন অভিভাবকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

ঘটনার এই প্রত্যক্ষদর্শী বলেন, স্কুল গেটের ভেতরে অনেকগুলো গার্ডিয়ান দাঁড়ায়ে ছিল, আর ছোটরা বের হচ্ছিল ছুটির টাইমে। তখন গার্ডিয়ানদের সহ প্লেনটা নিয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন