আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভবন নির্মাণে নকশা না মানলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
ভবন নির্মাণে নকশা না মানলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রাজউক চেয়ারম্যান বলেন, প্রথমে ভবনের ব্যত্যয়কারীকে সতর্ক করা হবে। ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে।

মো. রিয়াজুল ইসলাম জানান, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরে। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছেন। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। আর ভবন নির্মাণ বিষয়ক নকশার ব্যত্যয়কারীদের বিরুদ্ধে তার অবস্থা জিরো টলারেন্স থাকবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি কর্পোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশস্তকরণ কাজও সিটি কর্পোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি কর্পোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।

রাজউকের মতবিনিময় সভায় রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইয়েমেনে আটক জাতিসংঘ কর্মীদের হুথি আদালতে তলব, জাতিসংঘের নিন্দা

সোবসলাইয়ের পেনাল্টিতে রক্ষা লিভারপুলের, জিতল বায়ার্নও

কুন্দের তিন মিনিটের ঝড়ে তিন পয়েন্ট পেল বার্সা

‘পশুপাখিকেও এমন খাবার দেয় না’-যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

অবকাঠামো ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

এলাকার খবর
খুঁজুন