আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

বিজ্ঞাপন

তিনি বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল। দুপুর ২টার দিকে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের ১০ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়, সচিবালয়ের আগুনের খবর পাওয়া যায় দুপুর ২টায়। প্রথম ইউনিট পৌঁছায় ২টা ২ মিনিটে। সচিবালয়ের নতুন ১ নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল।

বার্তায় আরও বলা হয়, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গেলেও কোনো কাজ করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ফায়ার সার্ভিস কর্তৃক আগুন নেভানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন