আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক রিপোর্টার

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার তার পরিচয়পত্র পেশ করেছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন পাকিস্তানের হাইকমিশনার।

বিজ্ঞাপন

এ সময় হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের উপর গভীরভাবে প্রোথিত। পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো জোরদার করতে আগ্রহী।

পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রপতি বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সফলতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...