শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৬: ২৮

সরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত একেএম আফতাব হোসেন প্রামাণিক’সহ পিএসসির মোট সদস্য দাঁড়ালো ১৯ জনে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com