আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৯: ১০

বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে ধারণা তৈরি, অর্থনৈতিক সমস্যার সমাধান ও দক্ষ নেতৃত্ব গঠনে উদ্বুদ্ধ করাসহ অর্থনীতির নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড-২০২৫। আগামী ২০ থেকে ২৯ জুলাই ১০ দিনব্যাপী আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতামূলক এ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পাঁচ তরুণ মেধাবী শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানসুরুল হক বলেন, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছর প্রায় সহস্রাধিক প্রতিযোগীর মধ্য থেকে মেধার সর্বোচ্চ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা পাঁচজন নির্বাচিত হয়েছে। আমরা আশা করছি তারা প্রতিবছরের মতো এ বছরও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

এ সময় আইইওর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘ইকোনমিক্স অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলনও। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রেসিডেন্ট আল আমিন পারভেজ বলেন, ‘প্রতিযোগী ছেলেদের মধ্য থেকে আশা করা যায় বেশ কজন গোল্ড মেডেল অর্জন করবে। আর তা সত্যি হলে বাংলাদেশ প্রথমবারের মতো গোল্ড মেডেলপ্রাপ্ত দেশের কৃতিত্ব অর্জন করবে। আমরা প্রতিযোগীদের সেভাবেই তৈরি করেছি। এই আশা নিয়েই আমরা এগোচ্ছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত