ড. ইউনূসের কারণে মার্কিন শুল্কে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬: ১৭
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৮: ২৬
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে মার্কিন শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি ভবনে মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুনাম ও পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুরু থেকেই অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনতে আত্মবিশ্বাসী ছিল।

তিনি আরও বলেন, সরকার শুল্ক আরও কমানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে এবং সেখানে রপ্তানি আরও বৃদ্ধি পাবে।

আলোচনায় শফিকুল আলম জানান, নেগোসিয়েশনের সময় অন্যান্য আন্তর্জাতিক বাজারে এর প্রভাব কী হবে, তা মাথায় রেখেই দরকষাকষি করা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত