
কূটনৈতিক রিপোর্টার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ২০২৩ সালের পর থেকে কমছে। এই ধারা এ বছরও অব্যাহত রয়েছে। এমন এক প্রেক্ষাপটে কক্সবাজারে শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় বিকল্প অর্থের উৎস খুঁজে নেওয়া জরুরি হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেছেন মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স/ডক্টরস উইদআউট বর্ডার্সের (এমএসএফ) এর বাংলাদেশ প্রতিনিধি ওরলা মারফি।
বাংলাদেশে জরুরি চিকিৎসা সেবায় এমএসএফের কার্যক্রমের নানা দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করা হয়।
ওরলা মারফি জানান, এমএসএফকে তহবিলের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মতো দাতা গোষ্ঠী কিংবা সরকারের ওপর নির্ভর করতে হয় না। মূলত ব্যক্তিগত পরিসরে আর্থিক সহায়তার মাধ্যমে এমএসএফের ৯০ শতাংশ তহবিল সংগ্রহ করা হয়। ফলে সামগ্রিকভাবে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি দেখা দিলেও এর রেশ এমএসএফের কর্মকাণ্ডে পড়েনি।
রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তায় তহবিল ঘাটতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে এমএসএফের প্রতিনিধি বলেন, পরিস্থিতি এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে রোহিঙ্গাদের জন্য বিকল্প অর্থের সংস্থান খুঁজে নেওয়াটা জরুরি হয়ে গেছে। কারণ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। আবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার প্রবণতাও বন্ধ হয়নি। ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত এক লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ফলে রোহিঙ্গাদের জন্য চাপ তৈরি হচ্ছে।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ হয়নি উল্লেখ করে ওরলা মারফি বলেন, ২০২৪ সালের জুন মাস থেকে রাখাইনে এমএসএফের মানবিক সহায়তা বন্ধ হয়ে গেছে। আর সেখানকার সংঘাতপূর্ণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেনো সেখানে মানবিক সহায়তা চালু রাখা প্রয়োজন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ২০২৩ সালের পর থেকে কমছে। এই ধারা এ বছরও অব্যাহত রয়েছে। এমন এক প্রেক্ষাপটে কক্সবাজারে শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় বিকল্প অর্থের উৎস খুঁজে নেওয়া জরুরি হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেছেন মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স/ডক্টরস উইদআউট বর্ডার্সের (এমএসএফ) এর বাংলাদেশ প্রতিনিধি ওরলা মারফি।
বাংলাদেশে জরুরি চিকিৎসা সেবায় এমএসএফের কার্যক্রমের নানা দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করা হয়।
ওরলা মারফি জানান, এমএসএফকে তহবিলের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মতো দাতা গোষ্ঠী কিংবা সরকারের ওপর নির্ভর করতে হয় না। মূলত ব্যক্তিগত পরিসরে আর্থিক সহায়তার মাধ্যমে এমএসএফের ৯০ শতাংশ তহবিল সংগ্রহ করা হয়। ফলে সামগ্রিকভাবে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি দেখা দিলেও এর রেশ এমএসএফের কর্মকাণ্ডে পড়েনি।
রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তায় তহবিল ঘাটতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে এমএসএফের প্রতিনিধি বলেন, পরিস্থিতি এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে রোহিঙ্গাদের জন্য বিকল্প অর্থের সংস্থান খুঁজে নেওয়াটা জরুরি হয়ে গেছে। কারণ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। আবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার প্রবণতাও বন্ধ হয়নি। ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত এক লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ফলে রোহিঙ্গাদের জন্য চাপ তৈরি হচ্ছে।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ হয়নি উল্লেখ করে ওরলা মারফি বলেন, ২০২৪ সালের জুন মাস থেকে রাখাইনে এমএসএফের মানবিক সহায়তা বন্ধ হয়ে গেছে। আর সেখানকার সংঘাতপূর্ণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেনো সেখানে মানবিক সহায়তা চালু রাখা প্রয়োজন।

আইনের সংঘাতে আসা শিশুদের সংশোধন ও উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত হওয়া ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রে দ্বিগুণেরও বেশি নিবাসী রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু নিবাসীর অবস্থান গাজীপুরের টঙ্গীর বালক শাখায়।
১ ঘণ্টা আগে
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আজ সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
২ ঘণ্টা আগে
কেন্দ্র ও মাঠ পর্যায়ের ১২ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
২ ঘণ্টা আগে
দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় রচনায় বাংলাদেশ ও পাকিস্তান নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। দুই দেশের প্রতিনিধিদের মতে, বাণিজ্য, কূটনীতি ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে সরাসরি বিমান সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণে।
২ ঘণ্টা আগে