আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দশম গ্রেডের দাবির প্রতি আইএইচটির আশির দশকের টেকনোলজিস্টদের সমর্থন

স্টাফ রিপোর্টার

দশম গ্রেডের দাবির প্রতি আইএইচটির আশির দশকের টেকনোলজিস্টদের সমর্থন

মেডিকেল টেকনোলিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবির প্রতি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আশির দশকের মেডিকেল টেকনোলজিস্টরা সমর্থন জানিয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে এই সমর্থন জানান তারা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- মো. খালেকুজ্জামান, মো. শহীদুল ইসলাম, মো. জুন্নুন রেজা চৌধুরী, মো. আলফাজ উদ্দিন ভুইয়া, মো. নাসিম, মো. বোরহান উদ্দিন সিদ্দিকী, মো. মুস্তাফিজুর রহমান ও মো. আব্দুল মজিদ শেখ।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর থেকে দেশের স্বাস্থ্য চিকিৎসা বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে কর্মবিরতিসহ গঠনমূলক কার্যক্রম চালিয়ে আসছে। ন্যায়সংগত এই দাবির প্রতি ৮০’র দশকের মেডিকেল টেকনোলজিস্টগণের পূর্ণ সমথর্ন রয়েছে। দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার সারাদেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সরকার পদক্ষেপ না নিলে ৪ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন