আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর ৩শ ফিটে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর ৩শ ফিটে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসেন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, নিহত চন্দন দাস পেশায় মাছ ব্যবসায়ী। সকালের দিকে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী হাইস মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

তিনি আরও জানান, নিহত চন্দন দাসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। তিনি ভৈরবনগর এলাকার সুরেশ দাসের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন