মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মুর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার।
এ উপলক্ষে মরহুমের ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগরের খান্দুরা গ্রামে দিনব্যাপি মিলাদ, দোয়া ও গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মুর্শেদ কামাল ৬৯-এর গণঅভূথ্যানের অন্যতম রূপকার ছিলেন। পরবর্তীতে মুক্তিকামী মানুষকে সংঘটিত করেন এবং গেরিলা কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাছাড়া দেশ পুনর্গঠন ও পরবর্তীতে বহু শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও হাসপাতাল নির্মাণে সরাসরি ভূমিকা রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

