সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শুরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১: ২৪
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১: ৫২
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে।

এর আগে ১৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত