শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ছিল গণঅভ্যুত্থানের অন্যতম দুর্গ: প্রেস সচিব

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৬: ০২
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৮: ২৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শুধু রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না, চট্টগ্রামও ছিল এই প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান দুর্গ।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত 'জুলাই অভ্যুত্থান স্মরণে' শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে উঠেছিল। বর্তমান সরকার সেই ঐতিহাসিক অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে কাজ করছে। ইতোমধ্যে ‘জুলাই জাদুঘর’ শহীদ স্মৃতি ফলক নির্মাণ ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কদির, জামাত নেতা শাহজাহান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৪ সালের ১৬ জুলাই গণআন্দোলনের সময় চট্টগ্রামে তিন শহীদ- ওমর ফারুক, শান্ত ও ওয়াসিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। কিন্তু গত ৫২ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের মধ্যে দলীয়করণের একটি বিকৃত সংস্কৃতি তৈরি করেছে। সেই সংস্কৃতি থেকে মুক্তি পেতে হলে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শহীদ ফারুকের স্ত্রী সীমা আক্তার বলেন, নির্বাচনের আগে শহীদদের রক্তের বিচার চাই। এই সরকার আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। সরকারের উচিত শহীদ পরিবারের পুনর্বাসন, দ্রুত ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র প্রণয়ন করা।

শান্তর মা কোহিনূর আক্তার বলেন, আমার ছেলে শান্ত স্বৈরাচারের পতন চেয়েছিল। আজও তার হত্যার বিচার শুরু হয়নি -এটাই এই রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।

সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে স্মৃতিচারণ, আলোচনা সভা, চিত্রপ্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত