আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিএনজি অটোচালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল

স্টাফ রিপোর্টার
সিএনজি অটোচালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে জরিমানার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ। একই সঙ্গে কারাদণ্ডের কথাও বলা হয়। তবে সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত সাম্প্রতিক দেওয়া নির্দেশনাটি বাতিল করেছে বিআরটিএ। বিষয়টি সংশ্লিষ্টদের জানানোসহ অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এর আগে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোচালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেন চালকরা। তবে সিদ্ধান্ত বাতিল করায় তারাও সড়ক ছেড়ে দেন।

এদিকে, অবরোধের কারণে রাজধানীজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তির শিকার হয়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ।

গত ১০ ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বিআরটিএ। এতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেয়ার বিধান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন