প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা বুধবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২২: ৫৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের আলোচনা হয়েছে। এর পরই প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জামায়াতের সাথে বৈঠকের কথা জানানো হলো।

প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠকে বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তার তত্ত্বাবধানে হবে এবং জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করা হবে।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, “আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। এখানে যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত