আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্যাক্স পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো : অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ট্যাক্স পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, টেবিলের নীচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো। সোমবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্ম স ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু এড্রেস দ্যা এলডিসি গ্রাজুয়েশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানাখাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে, আমরা সেই কাজই করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়ায় ট্র্যাক ভাড়াও কমেছে । একটু ধৈর্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্টসহ নানা উন্নয়ন প্রকল্পে ব্যয় করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারি করবো না, জনগণের জন্য কাজ করছি।’

তিনি বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো আমরা করবো। আমার মনে আছে ২০ হাজার টাকা ঘুস দিয়ে টেলিফন লাইন নিয়ে ছিনেছিলাম। যাতে ঘুস না দিয়ে কাজ হয় সেই জন্য আমরা রিফর্ম করে যাবো। ট্যাক্স পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন