আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামসুল আলমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামসুল আলমের ইন্তেকাল

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সাবেক সিনিয়র সচিব ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এ জেড এম শামসুল আলমের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার এক শোক বাণীতে মহা পরিচালক বলেন, এ জেড এম শামসুল আলমের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান, আলোকিত ও দূরদর্শী প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশনের অগ্রগতিতে তার নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।

জানা গেছে, ১৯৩৭ সালে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন আদ্রা গ্রামে জন্মগ্রহণ করেন এ জেড এম শামসুল আলম। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় ও দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মেম্বার, সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। সিভিল সার্ভিসে যোগদানের পূর্বে ১৯৬৩ সালে তিনি যথাক্রমে ঢাকা কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।

১৯৬৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তার চাকরি জীবনে তিনি বাংলাদেশ সরকারের এসডিও, এডিসি, উপসচিব, যুগ্মসচিব ও সচিব পর্যায়ে ৩০টি পদে চাকরি করেন। এছাড়া বহু আন্তর্জাতিক সম্মেলনসমূহে তিনি অংশগ্রহণ করেন।

এ জেড এম শামসুল আলম ১৯৭৯-১৯৮২ সাল এবং ২০০৩-২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন