আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেডআরএফ‘র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক মোর্শেদ

স্টাফ রিপোর্টার

জেডআরএফ‘র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক মোর্শেদ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন সংগঠনের ডাইরেক্টর (অ্যাডমিন) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

বিজ্ঞাপন

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেডআরএফের গভর্নিং বডি (বোর্ড অফ ডাইরেক্টরস), মনিটর, কো-অর্ডিনেটররহ সকল সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ব্যক্তিগত কাজে শুক্রবার কানাডা গেছেন। উক্ত সময়কালীন ফাউন্ডেশনের ডাইরেক্টর (এডমিন) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, অধ্যাপক মোর্শেদ হাসান খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন অধ্যাপক মোর্শেদ হাসান খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন