সংস্কার কমিশন ৫ সভাপতি ও ৬ সদস্য পারিশ্রমিক নেননি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৮: ১৮

পাঁচ সভাপতিসহ ৫টি সংস্কার কমিশনের ১১ জন সদস্য কোন সম্মানীসহ অন্য কোন ধরনের ভাতা গ্রহণ করেননি। তারা বৈতনিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করেছেন। সরকার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ মের প্রজ্ঞাপনে অবৈতনিক ও স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালনকারীদের সরকার তাদের এই সেবার ঘটনাটি ধন্যবাদের সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করা হয়েছে।

অবৈতনিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন- সভাপতিদের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মুয়ীদ চৌধুরী, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ড. বদিউল আলম মজুমদার, শ্রম সংস্কার কমিশনের সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সংবিধান সংস্কার কমিশনের অধ্যাপক আলী রীয়াজ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার

বিজ্ঞাপন

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের কমিশন প্রধানরা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পান। এছাড়া সদস্যদের মধ্য যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নয়, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা সম্মানী এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা অংশ নেওয়ার জন্য ৫ হাজার টাকা সম্মানী পান। তবে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অনুমোদন সাপেক্ষে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা করতে পারেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত