আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘুষ গ্রহণের দায়ে

বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আমার দেশ অনলাইন

বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঘুষ গ্রহণের দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বরখাস্তকৃতরা হলেন বিআইডব্লিউটিএ’র নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআইডব্লিউটিএ-এর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে ঘুষ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এই পরিপ্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এর নির্দেশে ওই দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একইসাথেওই ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন