নতুন শিক্ষাবর্ষ ২০২৬ সালের শুরুতে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে না পাওয়ার শঙ্কার মধ্যেই অনলাইন ভার্সন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল স্তরের সব শিক্ষার্থী সরকারের বিনামূল্যের পাঠ্যবইয়ের সফটকপির (পিডিএফ) অনলাইন সংস্করণ পড়তে পারবেন আজ রোববার থেকে। একই সঙ্গে শিক্ষার্থীরা বইয়ের অনলাইন সংস্করণ ডাউনলোড করতে পারবে।
রোববার সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর এনসিটিবির ওয়েবসাইটে www.nctb.gov.bd এ ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক (বাংলা ও ইরেজি ভার্সন), ইবতেদায়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষা, মাধ্যমিক (বাংলা ও ইরেজি ভার্সন), দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের সব পাঠ্যপুস্তকের (মোট ৬৪৭টি) অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে।
এদিকে পাঠ্যপুস্তকের মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অগ্রগতি বিষয় এনসিটিবি জানিয়েছে যে, ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক (মোট ১১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৬১) মুদ্রণ শেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি প্রাথমিকের সব কোমলমতি শিক্ষার্থী নতুন পাঠ্যপুস্তক হাতে পাবে।
এছাড়া ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আশা করছে মাধ্যমিক স্তরের ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী বছরের শুরুর দিনে ৮০ শতাংশ পাঠ্যবই হাতে পাবে। তবে সবগুলো বিষয়ের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের কাছে অল্প কয়েকদিনের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতোমধ্যে ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের মোট পাঠ্যপুস্তকের ৭৮ দশমিক ৭২ শতাংশ মুদ্রণ এবং ৫৮ দশমিক ৬৮ শতাংশ সরবরাহ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে আজ রোববার দুপুরে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান আমার দেশকে বলেন, এরই মধ্যে প্রাথমিকের শতভাগ বই সরবরাহ করা হয়েছে। মাধ্যমিকেরও সপ্তম ও অষ্টম শ্রেণির কিছুসংখ্যক বই সরবরাহে একটু দেরি হলেও সব শিক্ষার্থী বছরের প্রথম দিনেই পাঠ্যবই হাতে পাবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনে মাধ্যমিক স্তরের কমপক্ষে ৮০ শতাংশ বই আমরা সববরাহ করতে পারবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

