ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চোরচক্রের এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী মো. আরমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। গত ৩ নভেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের এক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের সহায়তায় তাকে আটক করা হয়।
কাওছার মাহমুদ জানান, অভিযুক্ত আরমানকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিনি গত ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০৬) ফ্লাইটে করে রিয়াদ থেকে ঢাকায় আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর ইউএস বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত বেল্ট নম্বর-২ থেকে অন্য যাত্রীর দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। এরপর ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, যাত্রী বেশে লাগেজ চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি ও বিমানবন্দর কর্তৃপক্ষের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল।
অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী মো. আরমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। সেখানে তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক যাত্রীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

