ট্রেনে ঈদযাত্রা শুরু, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৪: ২৬
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪: ৫২

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনসেবা শুরু হয়েছে। প্রথম দিনে সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রেল স্টেশনের প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রয়েছে ট্রেনের রেক আর প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড়। তবে টিকিটবিহীন যাত্রী কম থাকায় স্বস্তিতে রয়েছেন আগাম টিকিটের যাত্রীরা।

eid jatra-1

রেলকর্মী ও ট্রেনযাত্রীরা বলছেন, ঈদযাত্রর প্রথম দিনে তুলনামূলক যাত্রীর চাপ কম রয়েছে। ক্রমান্বয়ে ট্রেনে যাত্রীর চাপ বাড়বে। বিশেষ করে শবে কদরের সময় ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই অনেকে পরিবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

eid jatra-2

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সোমবার সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা ছেড়েছে ১৬টি আন্তঃনগর ট্রেন। দেশের বিভিন্ন গন্তব্যে এদিন ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি বলেন, ঈদযাত্রার প্রথম দিনে রেলওয়ে স্টেশনে যাত্রীর সংখ্যা বেড়েছে। যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত