আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিএমপি কমিশনার জানালেন

প্রতিমা বিসর্জনে থাকছে বাড়তি পুলিশ-গোয়েন্দা নজরদারি

স্টাফ রিপোর্টার
প্রতিমা বিসর্জনে থাকছে বাড়তি পুলিশ-গোয়েন্দা নজরদারি

দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গতকাল বুধবার বিকালে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিমা বিসর্জন উপলক্ষে বাড়তি নিরাপত্তাব্যবস্থা রয়েছে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, যেখানে বিসর্জন হবে সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবে।

এ সময় তিনি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা সাঁতার জানেন না, তাদের নৌকায় না ওঠাই ভালো। এছাড়া যারা সাঁতার জানেন তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে ঢাকার পুলিশপ্রধান বলেন, ‘আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এক মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরের সঙ্গে বৈঠক করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হয়।’

ডিএমপি কমিশনার বলেন, এ দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় ভাইবোনের মতো মিলেমিশে বসবাস করছে। এ সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন