শিক্ষক নিবন্ধনধারীদের সচিবালয়মুখী লং মার্চে পুলিশের লাঠিচার্জ

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৬: ০৪

তিন দফা দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগবঞ্চিত প্রার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার ঘটনা ঘটেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের একপর্যায়ে রোববার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে উত্তর পাশের গেটের কাছে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে তাদের বেশ কয়েকজন আহত হন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনার জন্য যান। বাকিরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন।

জানা গেছে, বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।

বিষয়:

সচিবালয়
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত