হবিগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ আবদুল হামিদ চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৫২

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর এলাকার স্বনামধন্য শিক্ষাবিদ মো. আবদুল হামিদ চৌধুরী সম্প্রতি নিজ গ্রাম পশ্চিম জয়পুরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না্ ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম আব্দুল হামিদ চৌধুরীর জানাযা শেষে নিজগ্রাম পশ্চিম জয়পুরের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও নাগুরা ফার্ম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পুটিজুরী হাইস্কুলে তিনি ২৪ বছর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার গ্রামের বাড়িতে তার রুহের মাগফেরাত কামনা করে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত