আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশে আওয়ামীপন্থি সাংবাদিক ৩২ শতাংশ, অন্যপন্থি কত?

আমার দেশ অনলাইন

দেশে আওয়ামীপন্থি সাংবাদিক ৩২ শতাংশ, অন্যপন্থি কত?
প্রতীকী ছবি

বাংলাদেশের মিডিয়া হাউজগুলোতে আওয়ামীপন্থি সাংবাদিক ৩২ শতাংশ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব ও কলামিস্ট মারুফ কামাল খান।

সোমবার রাতে নিজের ভেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক জরিপের ফলাফল প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মারুফ কামাল খান লেখেন, বহু বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখিতেই কমবেশি জড়িয়ে আছি। কয়েক বছরের একটা গ্যাপ থাকা সত্ত্বেও ঢাকায় কর্মরত বেশিরভাগ সাংবাদিককেই আমি সরাসরি চিনি। সেই সুবাদে আমি ঢাকার সাংবাদিকদের রাজনৈতিক মত ও দল সংশ্লিষ্টতার ওপর মোটামুটি একটা জরিপ করেছি। তার ফলাফল এরকম :

Status

আ.লীগ ৩২% + জামায়াত ও অন্যান্য ইসলামী গোষ্ঠী ২৪% + বিএনপি ১৬% + বিভিন্ন বামপন্থী দল ১২% + এনসিপি ৮% + জাপা ৩% + অন্যান্য ৫% = ১০০

বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা সাংবাদিক ও সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা উপরের চিত্রটি মাথায় রাখতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন