মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, যেহেতু মেট্রোরেল ঢাকা শহরের মানুষের যাতায়াতের যুগান্তকারী ভূমিকা পালন করছে, সে কারণে এই ভ্যাট বা মূল্যসংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।
প্রেস সচিব জানান, ফেব্রুয়ারিতে রোজা সামনে রেখে রোজাদারদের সুবিধার কথা বিবেচনা করে খেজুরের উপর ট্যাক্স ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.৭ শতাংশ করা হয়েছে। এখানে মূলত খেজুরের কাস্টমস ডিউটি ১৫ শতাংশ কমানো হয়েছে।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের সভায় পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি পাঠ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে তিনি বলেন, তাদের ২০১৮ থেকে ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণে তাদের ভূমিকা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের ধন্যবাদ দেওয়া হয়। এছাড়া প্রধান উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে একটি ছবি তুলেছেন এবং তারা একসঙ্গে খাবার খেয়েছন।
তিনি জানান, সভায় তিনটি নতুন আইন উঠেছে। এর মধ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স, এমেন্ডমেন্ট ২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আর আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

