৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রার্থীদের ২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৬: ৪৮

দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ২ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রত্যাশী আবেদনকারী প্রার্থীরা।

বুধবার দুপুর ১২টা থেকে ‘চরম বৈষম্যের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশী প্রার্থী’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএস নন–ক্যাডারের ইতিহাসে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। এত প্রার্থী একটি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এখন তারা হতাশ। তারা বলেন, ‘পিএসসি বারবার আমাদের আশ্বাস দেওয়ার পরও এখনো সমাধান হয়নি। পিএসসি যত দ্রুত সম্ভব নিয়োগপ্রক্রিয়া শুরু করে তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করুক।’

তাদের দুই দফা দাবিগুলো হলো:

১. ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।

২. অধ্যাচিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএস ভাইভায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদেরকে সুপারিশ করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত