এনআইডি কার্ড হারালে লাগবে না জিডি, পাবেন যেভাবে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৭
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৫

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে জানানো হয়েছে “নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে বিলুপ্ত করা হলো।”

এর আগে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সবার আগে থানায় সাধারণ ডায়েরি করে সে কাগজ সংরক্ষণ করতে হতো এবং পুনরায় উত্তোলনের জন্য থানা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে সে কাগজের প্রয়োজন হতো।

এনআইডি হারানো নিয়ে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে এনআইডি সেবা পোর্টালে।

  • আইডি কার্ড হারিয়ে গিয়েছে। কীভাবে নতুন কার্ড পেতে পারি?

উত্তর: অনলাইনে পুনরায় মুদ্রণের (রিইস্যু) জন্য আবেদন করুন। আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইল অথবা ইমেইলে বার্তা পাঠানো হবে। এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড এর কপি ডাউনলোড করে নিন।

  • হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোনো ফি দিতে হয়?

উত্তর: হ্যাঁ, ফি দিতে হয়। আপনার আবেদনের ফি জানতে এখানে ক্লিক করুন।

  • হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?

উত্তর: হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

  • হারিয়ে যাওয়া আইডি কার্ড কীভাবে সংশোধন করব?

উত্তর: প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।

  • জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কীভাবে সম্ভব?

উত্তর: জাতীয় পরিচয়পত্রে প্রদর্শিত নয় এমন তথ্য অনলাইন থেকে সংশোধন করতে পারবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত