ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অনশন

৪৮ ঘণ্টায় হাসপাতালে ১০, জুলাই ঐক্যের সংহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৪: ৩০
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮: ০৬

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআইটির (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে টানা ৪৮ ঘণ্টা।

যাদের মধ্য থেকে তিন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকিরা চিকিৎসা সেবা নিয়ে অনশনস্থলে ফিরে এসেছে। অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে জুলাই ঐক্য।

বিজ্ঞাপন

হাসপাতালে নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষার্থী লুৎফর রহমান, আহসান হাবিব ও আয়নান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৩ শিক্ষার্থী স্যালাইন চলা অবস্থায় ও ৪ শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়ে ফিরে এসেছেন অনশনস্থলে।

অনশনরত শিক্ষার্থী আমানউল্লাহ খান বলেন, ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও দাবি মেনে নেওয়াতো দূরের বিষয় এখনও আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগই করা হয়নি। এমনকি খোঁজও নেননি কেউ।

গত রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তারা বলেন, ১৮ বছর ধরে পেশাগত ও অ্যাকাডেমিক দুরবস্থার মধ্যে থাকলেও সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

শিক্ষক সংকট, ল্যাব সুবিধার অভাব ও অ্যাকাডেমিক মানের ঘাটতি নিয়ে তাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

অনশনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে অনশনস্থল জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংহতি জানান সংগঠনটির সংগঠক এবি জোবায়ের। তিনি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আন্দোলনকারী ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা জানিয়েছেন, কোনো স্থায়ী সমাধান না পেলে এই কর্মসূচি অনির্দিষ্টকাল ধরে চলবে এবং প্রয়োজনে আন্দোলনের ব্যাপ্তি আরও বাড়ানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত