‘নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘উনি আর তো থাকছেন না, এই মাসে উনি অবসরে যাবেন। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসাথে কাজ করেছি।
শুধু উনার সাথে একটা ফেয়ারওয়েল কলের মতো, একটা কার্টেসি কল আছে না একটা? একটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম উনার সাথে। অন্য কোনো বিষয় নেই।’
নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছেন কি না, সহযোগিতা চেয়েছেন কি না?-এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যাতে উনারা (বিচারিক হাকিম) ডেপ্লয় করবেন—আমাদের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি; সেটা উনাকে রিকোয়েস্ট করেছি।’
সিইসি বলেন, ‘উনি জাস্ট ওই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যে লোকজন দেয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না—এইটা অ্যাশিউর করেছেন।

