বিশেষ প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা বলেন যে, অত্যন্ত সুচারুভাবে নির্ভীক এবং সাহসের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যা পরবর্তী প্রতিটি সরকারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
প্রতিনিধি দল জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে জানান যে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাননীয় শিক্ষা উপদেষ্টা এ জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন যা উর্দুভাষী জনগোষ্ঠী সবসময়ই শ্রদ্ধা চিত্তে স্মরণ রেখেছে।
উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছর ধরে ক্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে জানিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। কিন্তু কোন কোন সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছিল কিন্তু প্রশাসনিক/নির্বাহী আদেশে এবং তৎপরবর্তী আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগসমূহ কার্যকর করা যায়নি।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান প্রশাসনযন্ত্র ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে যার কারণে ক্যাম্পবাসী আতঙ্কিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করলে ক্যাম্পবাসী আদালতে রিট আবেদন করলে আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। একইভাবে সারাদেশে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিসমূহ বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি এবং নানাভাবে হয়রানি করছে।
এমতাবস্থায় উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিষয়টি উপদেষ্টা কাউন্সিলে উত্থাপনের জোর দাবি জানায় প্রতিনিধি দলটি।
ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পূনর্বাসনের পূর্বে ক্যাম্পগুলো উচ্ছেদ না করতে এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে একটি প্রশাসনিক/নির্বাহী আদেশের জন্য আবেদন জানায় প্রতিনিধি দল।
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিনিধি দলের কথাগুলো ধৈর্য্য সহকারে শোনেন। তিনি অতীতের মতো জনগোষ্ঠীর সকল ন্যায়, ন্যায্য এবং যুক্তিযুক্ত দাবি পুরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
মো. আশরাফুল হক বাবু সাগরের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস. এম. রেজওয়ানা, মো. মোশাররফ হোসেন, মোহাম্মদ হাসান, মো. মিজানুল হক প্রিন্স, শারাফাত হোসেন ফাহিম, মো. ইয়াসিন এবং মো. সরফরাজ খান।
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা বলেন যে, অত্যন্ত সুচারুভাবে নির্ভীক এবং সাহসের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যা পরবর্তী প্রতিটি সরকারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
প্রতিনিধি দল জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে জানান যে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাননীয় শিক্ষা উপদেষ্টা এ জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন যা উর্দুভাষী জনগোষ্ঠী সবসময়ই শ্রদ্ধা চিত্তে স্মরণ রেখেছে।
উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছর ধরে ক্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে জানিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। কিন্তু কোন কোন সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছিল কিন্তু প্রশাসনিক/নির্বাহী আদেশে এবং তৎপরবর্তী আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগসমূহ কার্যকর করা যায়নি।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান প্রশাসনযন্ত্র ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে যার কারণে ক্যাম্পবাসী আতঙ্কিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করলে ক্যাম্পবাসী আদালতে রিট আবেদন করলে আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। একইভাবে সারাদেশে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিসমূহ বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি এবং নানাভাবে হয়রানি করছে।
এমতাবস্থায় উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিষয়টি উপদেষ্টা কাউন্সিলে উত্থাপনের জোর দাবি জানায় প্রতিনিধি দলটি।
ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পূনর্বাসনের পূর্বে ক্যাম্পগুলো উচ্ছেদ না করতে এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে একটি প্রশাসনিক/নির্বাহী আদেশের জন্য আবেদন জানায় প্রতিনিধি দল।
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিনিধি দলের কথাগুলো ধৈর্য্য সহকারে শোনেন। তিনি অতীতের মতো জনগোষ্ঠীর সকল ন্যায়, ন্যায্য এবং যুক্তিযুক্ত দাবি পুরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
মো. আশরাফুল হক বাবু সাগরের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস. এম. রেজওয়ানা, মো. মোশাররফ হোসেন, মোহাম্মদ হাসান, মো. মিজানুল হক প্রিন্স, শারাফাত হোসেন ফাহিম, মো. ইয়াসিন এবং মো. সরফরাজ খান।
ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেমসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়ন বিষয়ে কর্মশালা করেছে বাংলাদেশ মসজিদ মিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাটাবন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
১০ ঘণ্টা আগে