প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৯: ০১

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন (৬১০৫)। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলি করা হয়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব বলে জানা গেছে।

উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে আন্দোলনের মুখে ২২ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করার ঘোষণা দেয় সরকার। পরের দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

পরে ২৪ জুলাই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নং-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন। সেই দিন থেকে তিনিই ওই দায়িত্বে ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত