সাবেক হাইকমিশনার শফি ইউ আহমেদ বলেছেন, ওয়ানু মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে। উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে সংযুক্ত করে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বিভিন্ন দক্ষতা উন্নয়নে যুবকদের মাঝে কাজ করার আহ্বান করছি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ নাসিরনগর উপজেলার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শফি ইউ আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং কর্মশালার নাসিরনগর উপজেলায় প্রোগ্রাম করা হয়েছে। এগুলো ভালো কাজ। বর্তমান সময়ে দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ। আমাদের এলাকায় অনেকেই এইচএসসি পাশ করে গ্রামে বসবাস করে। তাদের বিভিন্ন প্রকল্পের আইডিয়া সরকারকে দিলে, সরকার টাকা দেয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। মৎস্য চাষ, আইটিসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নে আমরা প্রশিক্ষণের জন্য কাজ করতে পারি। এসবের মাধ্যমে আমরা আমাদের নাসরিন নগরে একটা ভূমিকা রাখতে পারি। নাসরিন নগরের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা বিভিন্ন দায়িত্বশীল লোকদের সামনে তুলে ধরা যায়। এভাবে আমাদের উপজেলার উন্নয়নে যদি আমরা কাজ করতে পারি, তাহলে নাসরিন নগর উপজেলা মাদকমুক্ত, বেকারত্ব দূরীকরণ একটা উপজেলা হিসেবে গঠন করতে পারব।
সভায় আরও বক্তব্য দেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আবদাল আহমেদ, ওয়ানুর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিয়া ও আইন সম্পাদক এডভোকেট মনির।

