‘জুলাই সনদ স্বাক্ষর’, অনুষ্ঠানস্থলে অতিথিরা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৫: ৪৫
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৬: ৪৬

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষরের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন রাজনীতিবিদ, কূটনীতিক ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।

আয়োজকরা আশা করছেন নির্দিষ্ট সময়ে শুরু হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই একসঙ্গে উৎসবমুখর পরিবেশে অংশ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উই জানিয়েছে, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে। তবে, সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

july3

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জুলাই সনদ সাক্ষরের মাধ্যমে বাংলাদেশে আজ থেকে নবযাত্রা শুরু হচ্ছে। এ সনদে আশা করছি জুলাই গণঅভ্যুত্থানের অংশিদার সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। আজ অনেকেই করবে। কয়েকদিনের মধ্যে বাকী দলগুলোও করবে আশা করছি

এদিকে, শেরেবাংলা নগরের রাস্তায় সেনা সদস্যদের কঠোর অবস্থান রয়েছেন।

sena

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিদের সরিয়ে দিয়েছে পুলিশ।

জুলাই আহত যোদ্ধা ছাত্ররা ধানমন্ডি ২৭ নম্বর সড়কের সামনে রাস্তা অবরোধ করে।

শুক্রবার দুপুরের দিকে তাদের ওপর লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়। ডিএমপি কমিশনার তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। অনুষ্ঠানস্থলের বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধারা। ভাঙচুরেরও চেষ্টা চালান।

জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে শুক্রবার সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে বেশ কিছু তরুণ জড়ো হতে থাকেন।

ssss

এক পর্যায়ে তারা পুলিশি বাধা উপেক্ষা করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে স্থাপিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন।

তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

তবে আজ আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর হলেও রাজনৈতিক দলগুলোর জন্য এরপরও সনদে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত