এই বছরের হজ অপারেশনের সফল সমাপ্তি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ ফিরতি ফ্লাইটের চট্টগ্রাম আগমন এবং হাজীদের জমজম পানি বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে এ বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
হজযাত্রীগণকে সৌদি আরব থেকে বাংলাদেশে সফলভাবে পরিবহন করতে সরকার নির্ধারিত এয়ারলাইন্স হিসেবে বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস সম্মিলিতভাবে অংশ নেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অতিরিক্ত হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ হজ অপারেশনে নিয়োজিত ছিলেন। হজযাত্রীদের পরিবহনের পাশাপাশি সকল হজযাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিশাল এই কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিশ্রুতিবদ্ধ।

