আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির অন্যতম হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি মাসের শুরুতে প্রকাশ্যে আসেন মিঠু। ঢাকাতেই অবস্থান করছেন তিনি। শ্যামলীতে তার মালিকানাধীন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও বসছেন নিয়মিত।

করোনাকালীন দেশে স্বাস্থ্য খাতে মিঠুর অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি সামনে আসার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মামলা-গ্রেপ্তার বাঁচতে ২০২০ সালের দিকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বিতর্কিত এই ঠিকাদার। কিন্তু ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকার দেশটিতে থাকা মিঠুর প্রায় ৫০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে। সে সময় দেশে ফিরে প্রথমে গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামে গা ঢাকা দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন