হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে: আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৪: ৫৮
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৫: ১০
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই বাংলাদেশে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি আই’র যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন ‘তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবেন, গুলি করবেন।

‘এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে, তিনি জুলাই গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে,’ বলেন আইন উপদেষ্টা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত