আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া প্রার্থীরা চাইলে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।

তিনি বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধান দিতে পারেন, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, জুলাইযোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় আমরা একটা কমিটি গঠন করেছি। তারাই মূলত এটা নিয়ে কাজ করবে।

ওসমান হাদির ওপরে হামলায় জড়িত সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমি মনে করি। জাতীয় নির্বাচনকে বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের নিরাপত্তা দরকার, আমরা দেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে গুলি করে হিন্দুস্থানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান

ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও সার্বিক অবস্থা উদ্বেগজনক

আমার দেশে সংবাদ প্রকাশ: প্রবাসীর দেয়া বাইসাইকেল উপহার পেলেন অজতি কৃষ্ণ

এলাকার খবর
খুঁজুন