আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে: মৎস্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে: মৎস্য উপদেষ্টা

মাদক বন্ধে তামাক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে।

রোববার বিকেলে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রধান কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ‍তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মৎস্য উপদেষ্টা বলেন, কোম্পানিগুলো সচেতনভাবেই আমাদের তরুণদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে। মাদকাসক্ত তরুণদের বিশেষকরে মেয়েদের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানো সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা দেখা যায়। নারীরা চিকিৎসার মাধ্যমে সুস্বস্থ্য হলেও সমাজ নারীদের কিভাবে গ্রহণ করছে তা আমাদের দেখার বিষয়। আমরা চাই মাদকাসক্ত তরুণ-তরুণীদের চিকিৎসা কেন্দ্রে আর যেন না আসতে হয়।

তিনি বলেন, মাদকাসক্ত যারা আছেন তারা ক্রিমিনাল নয় বরং তারা পরিস্থিতির শিকার। শত্রুদের প্রতি যে ধরনের আচরণ করা হয় তা যেন আসক্তদের প্রতি করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমিষ সরবরাহ করে থাকে যা পুষ্টির যোগান দেয়। আমাদের নারীরা পুষ্টির দিক থেকে এখনো অনেক পিছিয়ে। তার তাই নারীর অধিকারের কথা বলতে গেলে নারীর পুষ্টির অধিকারের কথা বলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন