আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুমের মামলায় হাসিনা, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

আমার দেশ অনলাইন

গুমের মামলায় হাসিনা, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জানানো হয়। এ বিষয়ে ১৪ই ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে 'টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে' ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুম করে রাখার ঘটনায় মামলাটি করা হয়।

অভিযুক্তদের মধ্যে ১০ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন