আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার বিজিবি মহাপরিচালক পিলখানাস্থ বিজিবি সদর দপ্তররে বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপন করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা আজকে একটি মহৎ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে গড়ার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে বিজিবি মহাপরিচালক জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সকল স্থাপনায় পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহবান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন