‘পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৩: ২২
আপডেট : ০৩ জুন ২০২৫, ১৩: ২৩

ঢাকামুখী পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আইন গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রেস ব্রিফিং করেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, পবিত্র ঈদ-উল-আজহা ইসলাম ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবকে কেন্দ্র করে পশুর হাট, কোরবানি, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনাসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। এক্ষেত্রে যে কোন ধরনের অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র‌্যাব।

তিনি জানন, ঢাকামুখী পশু বহণে চাঁদাবাজি রুখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। সড়কপথে নিরাপত্তা বিধানে র‌্যাবের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে । এ বছর অনলাইনে প্রচুর কোরবানীর পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি করছে। অনলাইনে পশু কেনা বেচার লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য র‌্যাব ফোর্সেস সকল পরামর্শ দিচ্ছে।

বিষয়:

পশুর হাট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত