আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে’

স্টাফ রিপোর্টার

‘পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে’

ঢাকামুখী পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আইন গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রেস ব্রিফিং করেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, পবিত্র ঈদ-উল-আজহা ইসলাম ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবকে কেন্দ্র করে পশুর হাট, কোরবানি, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনাসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। এক্ষেত্রে যে কোন ধরনের অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র‌্যাব।

তিনি জানন, ঢাকামুখী পশু বহণে চাঁদাবাজি রুখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। সড়কপথে নিরাপত্তা বিধানে র‌্যাবের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে । এ বছর অনলাইনে প্রচুর কোরবানীর পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি করছে। অনলাইনে পশু কেনা বেচার লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য র‌্যাব ফোর্সেস সকল পরামর্শ দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন