তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৭
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০০

দেশের তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলাগুলো হলো- চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত