আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরা নতুন করে শুরু করব: মাহফুজ আলম

আমার দেশ অনলাইন

আমরা নতুন করে শুরু করব: মাহফুজ আলম
মাহফুজ আলম। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবার নতুন করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ কথা জানান মাহফুজ।

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে। আসুন, আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।’

বিজ্ঞাপন

এর আগে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম জানান, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ হবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন