জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহিয়া (১৫), নামের আরো একজন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মারা গেছে । রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয় সে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।তিনি বলেন তার শরীরে ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু।


বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু