আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ বিতরণ

স্টাফ রিপোর্টার

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ বিতরণ

প্রতিদিন বিভিন্ন মামলায় আদালত আসেন আসামিরা। আদালতে আসা এসব আসামিদের নামাজ পড়তে জায়নামাজ দিয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম)।

বুধবার বিকেলে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবরও নেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন, ঢাকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

এ বিষয়ে সিজিএম কোর্টের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, প্রতিদিন বিভিন্ন মামলায় হাজতখানায় আসা আসামিরা আসেন। তবে তাদের নামাজের জন্য আলাদা কোন ব্যবস্থা নেই। কোর্টে আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজিএম স্যার জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে এসব জায়নামাজ আসামিদের কাছে পৌঁছে দেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন