কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০মেগাওয়াট

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৯

দেশের বৃহত্তম জলধারা কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। দেশের একমাত্র এই জল বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে কেবল ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট।

বুধবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বিষয়টি নিশ্চিতি করেন।

বিজ্ঞাপন

বিদ্যুৎ উৎপাদন সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে প্রতি মুহূর্তে পানি হ্রাস পাচ্ছে। ৫টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সচল থাকলেও পানি কম থাকার দরুন একটি মাত্র ইউনিট দিয়ে ৪০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সূত্রে আরও জানান,মার্চ-এপ্রিল হ্রদের পানি আরও হ্রাস পেলে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন আরো কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফেব্রুয়ারি মাসজুড়ে ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করছে দেশের সবচেয়ে সাশ্রয়ী জলবিদ্যুৎ কেন্দ্রটিতে।

বর্তমানে পানি রয়েছে ৮৯ দশমিক ৩৯মিনস সি লেভেল (এমএসএল), স্বাভাবিকভাবে পানি থাকার কথা ৯৩ দশমিক ৬০ এমএসএল। হিসাব অনুযায়ী বর্তমানে হ্রদে পানি ৪দশমিক ২১এমএসএল কম।

সার্বিক বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের দৈনিক আমার দেশকে জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি কম থাকায় একটিমাত্র ইউনিট দিয়ে ৪০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে পবিত্র রমজান মাসে আরও একটি মোট ২টি ইউনিট দিয়ে পিক আওয়ারে ৫টা হতে রাত ১১টা পর্যন্ত চালু রাখার সম্ভাবনা আছে বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান কাপ্তাই হ্রদের সাথে সংযুক্ত করে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুটি প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন কোটি লিটার পানি পানি যাচ্ছে। যার ফলে কাপ্তাই হ্রদে প্রতিদিন পানি ও বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাচ্ছে। তিনি এ বিষয়ে কাপ্তাই হ্রদ কমিটিকে বিষয়টি অবগত করেছেন বলে জানান। দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রটি দিয়ে।যা ১৯৬২সালে রাঙামাটি কাপ্তাই ও কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কেন্দ্রটি তৈরি করা হয়।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত