মুরাদনগরে ধর্ষণকাণ্ডে যে তথ্য দিলো র‌্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৩: ১১

মুরাদনগরে নারীর ভিডিও ছড়িয়ে দেয়ার নেপথ্য অপরাধী, মব সৃষ্টির উস্কানিদাতা ও পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. শাহ পরান (২৮)। র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা জেলার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার এক বিবৃতিতে র‌্যাব এসব তথ্য জানায়।

র‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। শাহ পরান ধর্ষণ মামলার আসামি ফজর আলীর ছোট ভাই এবং তিনিই নির্যাতনের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মূল হোতা। ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভিডিও ও ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের বর্ণনা অনুযায়ী, দুই মাস আগে পারিবারিক বিরোধে ফজর আলী ও শাহ পরানের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এক গ্রাম্য সালিশে বড় ভাই ফজর আলী ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারেন। এর প্রতিশোধ নিতে শাহ পরান সুযোগ খুঁজছিলেন।

এদিকে, নির্যাতনের শিকার নারীর মা ফজর আলীর কাছ থেকে সুদের বিনিময়ে ৫০ হাজার টাকা ঋণ নেন। ঘটনার দিন রাতে ওই নারীর বাবা-মা স্থানীয় একটি মেলায় গেলে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে তার ঘরে প্রবেশ করেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, শাহ পরান, আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজানসহ আরো ৮ থেকে ১০ জন মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে নারীকে শারীরিকভাবে নির্যাতন করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

ঘটনার পর শাহ পরানসহ জড়িতরা আত্মগোপনে চলে যান। র‍্যাব জানায়, অপর আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত